Recent News

জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন রোনালদো

বিশ্বকাপের সময়টা একেবারেই ভালো যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় তাঁর দল পর্তুগাল। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে মূল একাদশের পরিবর্তে বেঞ্চে জায়গা দেন কোচ ফার্নান্দো সান্তোস। বদলি হিসেবে নেমে রোনালদোও খুব একটা পার্থক্য গড়তে পারেননি। শেষ পর্যন্ত দলের বিদায়ের পর চোখের জলে মাঠ ছেড়ে যান পর্তুগিজ মহাতারকা। অশ্রুসিক্ত রোনালদোর মাঠ ছেড়ে যাওয়ার পর অনেকেই তাঁর শেষ দেখে ফেলেছিলেন।

কিন্তু রোনালদো হাল ছাড়েননি। বিশ্বকাপ শেষে সান্তোসের বিদায়ের পর পর্তুগালের কোচ হয়ে আসেন রবার্তো মার্তিনেজ। পর্তুগালের দায়িত্ব নিয়ে রোনালদোকে বিবেচনায় রাখার কথা জানান এই স্প্যানিশ কোচও। পরে রোনালদোকে রেখেই ইউরো বাছাইয়ের দল ঘোষণা করেছেন মার্তিনেজ। আজ রাতে আরেকবার রোনালদোকে পর্তুগালের জার্সিতে দেখা যাবে।

এই ম্যাচের আগে বিশ্বকাপের পর নিজের মানসিক অবস্থা কেমন ছিল, তা নিয়ে কথা বলেছেন রোনালদো। সে সময় নাকি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার কথাও ভেবেছিলেন এই আল নাসর তারকা।

বিশ্বকাপ–পরবর্তী সময়ে নিজের মানসিক অবস্থা নিয়ে রোনালদো বলেছেন, ‘আমি মিথ্যা বলব না। আমাদের সবকিছু বিবেচনা করে দেখতে হয়। আমি ও আমার পরিবার সবকিছু নিয়ে ভাবি, ফিরে তাকাই। এরপর আমরা এই সিদ্ধান্তে আসি যে জটিলতা সত্ত্বেও হাল ছেড়ে দিতে পারি না। আমি পরিস্থিতিকে ভিন্নভাবে দেখতে সক্ষম ছিলাম। আমি সেখান থেকে অনেক কিছু শিখেছি।’

৩৮ পেরোনো রোনালদো পর্তুগালের হয়ে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল। কিন্তু তিনি এখনই থামতে নারাজ। দলকে আরও অনেক কিছু দিতে চান জানিয়ে রোনালদো বলেছেন, ‘দলে ফিরতে পেরে আমি আনন্দিত। রবার্তো মার্তিনেজ দেখিয়েছেন যে তিনি আমাকে বিবেচনায় রেখেছেন। আমি সব সময় খেলতে চেয়েছি। তিনি সবার সঙ্গে কথা বলেছেন, আমার সঙ্গেও। আমি বুঝতে পেরেছি যে জাতীয় দলকে আমার অনেক কিছু দেওয়ার আছে। আমি এটা অনুভব করি, আমি এটা করতে চাই। আর লক্ষ্য পর্তুগালকে অনেক ওপরে নিয়ে যাওয়ার। দলের যখনই আমাকে প্রয়োজন হবে, আমি নিজের অবদান রাখব।’

এর আগে মার্তিনেজও রোনালদোর ওপর আস্থা রাখার কথা জানান। দল ঘোষণার সময় তিনি বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো খুবই নিবেদিত খেলোয়াড়। সে দলে অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। দলের গুরুত্বপূর্ণ সদস্যও। আমি বয়সের দিকে তাকাই না।’